Privacy Policy (ব্যক্তিগত তথ্য সংরক্ষণ পলিসি)

নিচের শর্তাবলী ও নীতিমালা CATALOG ওয়েবসাইট থেকে পণ্য ক্রয়কারী ও ক্রয় করতে ইচ্ছুক সকল ক্রেতাগণের জন্য প্রযোজ্য এবং এই  নীতিমালার সাথে একমত পোষণ করা সকলের জন্য আবশ্যকীয়

প্রাইভেসি পলিসি বা ব্যক্তিগত তথ্যাদি প্রসংঙ্গে

CATALOG ক্রেতাগণকে ক্রয়কৃত পণ্যটি তাদের নিজ ঠিকানায় পৌঁছে দেয়ার জন্যে এবং ক্রয় সংক্রান্ত বিভিন্ন ধরনের সহযোগিতার জন্যে নিম্নে উল্লেখিত তথ্যসমূহ সংগ্রহ করে থাকে এবং তথ্যগুলো শুধুমাত্র পণ্য ডেলিভারি ব্যক্তি/প্রতিষ্ঠান ছাড়া অন্য কোন পক্ষের নিকট হস্তান্তর করা হয় না।

যেসব তথ্য সংগ্রহ করা হয়:

  • নাম,
  • ইমেইল এড্রেস,
  • ঠিকানা,
  • জাতীয়তা,
  • কোম্পানীর নাম,
  • ফোন নাম্বার।

ক্রেতাগণের এ্যাক্টিভিটি ট্র্যাকিং পলিসি

CATALOG প্রদেয় সার্ভিসমূহের মানোন্নয়নের জন্যে তৃতীয় পক্ষ প্রদত্ত সার্ভিস যেমন গুগল এনালিটিকস (analytics.google.com), স্ট্যাট কাউন্টার (statcounter.com) ইত্যাদি ব্যবহার করতে পারে। এইসব সার্ভিসসমূহের মাধ্যমে ক্রেতাগণ সম্বন্ধে যেসব তথ্য সংগ্রহ করা হয়ে থাকে সেগুলোর জন্যে সেইসব ৩য় পক্ষ কোম্পানীগুলোর প্রাইভেসি পলিসি প্রযোজ্য হবে। এইসব সার্ভিসসমূহ থেকে সাধারণত ক্রেতাগণের দেশ, শহর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP), ব্যবহৃত ডিভাইস এবং ক্রেতাগণ কোন কোন প্রোডাক্টের প্রতি বেশি আগ্রহী তা চিহ্নিত করা হয় থাকে। ৩য় পক্ষের এইসব সার্ভিসসমূহ কোনওভাবে কোন ব্যক্তি বা ডিভাইসের জন্যে ক্ষতিকর কোন কিছু করে না। এরপরও যদি ক্রেতাগণ এইসব ট্র্যাকিং সার্ভিস অপছন্দ করেন তাহলে তাদের ওয়েব ব্রাউজার অথবা কোন এ্যাপের মাধ্যমে Do Not Track Me অপশন এনাবল করে নিলে সেক্ষেত্রে তাদের এ্যাক্টিভিটি রেকর্ড করা হবে না

কুকি প্রসঙ্গে

http cookie বা ওয়েব কুকি একধরনের টেক্সট বেজড ফাইল যা ক্রেতাগণ যখন কোন ওয়েবসাইট ভিজিট করেন তখন সেই ওয়েবসাইট থেকে তাদের ব্রাউজারে রেখে দেয়া হয়। এটার মূল উদ্দেশ্য প্রতিটি ব্যক্তি/ক্রেতাকে আলাদা আলাদাভাবে সনাক্তকরণ, ফলশ্রুতিতে সবাইকে তাদের নিজ নিজ ইন্টারেস্ট নির্ভর পণ্য অফার করা যায় এবং ব্যবহারকারীগণ সহজে তাদের কাংখিত পণ্যটি খুঁজে পান, এছাড়াও যেসব ক্ষেত্রে ওয়েবসাইটে লগিন করার প্রয়োজন হয় সেসব ক্ষেত্রে কুকি’র কারণে বারবার ইউজারনেম ও পাশওয়ার্ড লিখে লগিনের প্রয়োজন হয় না। CATALOG ওয়েবসাইটে কুকি ব্যবহার করে যার মেয়াদ ১ দিন থেকে ১ মাসও হতে পারে, এবং ব্যবহারকারীদের ওয়েবসাইটে প্রবেশের সাথে সাথে একটি নোটিসের মাধ্যমে তা জানিয়ে দেয়া হয় এবং তাদেরকে কুকি নিয়ন্ত্রণের জন্যে কিছু অপশনও দেয়া হয়ে থাকে। যারা ব্রাউজারে কুকি রাখতে চান না তারা ব্রাউজারের প্রাইভেসি সেটিংস থেকে খুব সহজেই সকল কুকিজ ডিলিটি করে দিতে পারেন।

আইন প্রয়োগকারী সংস্থার সাথে সহযোগিতা প্রসংঙ্গে

উল্লেখ যে, কোন অনাকাংখিত ঘটনার উদ্ভব হলে আইনের শাসন (Law & Order) প্রতিষ্ঠার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত কোন সংস্থা যথাযথ পরিচয় প্রদানের মাধ্যমে ক্রেতা/ক্রেতাগণের CATALOG এ সংরক্ষিত ব্যক্তিগত তথ্যসমূহ ও এ্যাক্টিভিটি সম্বন্ধে জানতে চাইলে CATALOG সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত সংস্থাকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। এক্ষেত্রে ক্রেতা/ক্রেতাগণের পক্ষ থেকে কোন প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না।

উপসংহার

পরিশেষে জ্ঞাতব্য যে, উপোরক্ত শর্তাবলী ও নীতিমালার সাথে ঐক্যমত পোষণ ব্যতীত CATALOG থেকে কোনো সেবা/পণ্য ক্রয় করা সম্ভবপর হবে না কারণ ক্রয়াদেশ (অর্ডার) করার সময় এই নীতিমালার সাথে ঐক্যমত পোষণ করার জন্য ক্রয়াদেশের সময় I have read and agree (পড়েছি ও একমত হয়েছি) লিখা চেকবক্সে টিক চিহ্ন দেয়া ব্যতীত কোন ক্রয়াদেশ দেয়া সম্ভব নয়। তাই ক্রেতাগণ CATALOG -এর যেকোন সেবা/পণ্যের ক্রয়াদেশ (অর্ডার) করার অর্থ এই যে, তিনি এই ওয়েবসাইটের সকল শর্তাবলী ও নীতিমালা পড়েছেন ও একমত হয়েছেন বলে পরিগণিত হবে।

কর্তৃপক্ষ
CATALOG
info@catalog.com.bd
www.catalog.com.bd